বাবুগঞ্জ প্রতিনিধি : সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ, লুটতরাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সম্প্রতি গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বরিশাল-ঢাকা মহাসড়কে রহমতপুর ব্রীজ স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা শাখা।
এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বী,যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন।
এবি পার্টি সদস্য সাইফুল ইসলাম সজিব,কাইয়ুম হোসেন,কামরুল ইসলাম,সোহাগ মাহমুদ,নাজমুল খান,শোভন, রাজিব, হাসিবুল হাসান রাফি,শাহিন হাং,রিপন গাজী,হায়দার ভূঁইয়া, নাম ভূঁইয়া, বাহারুল গাজী, নূরনাহার,সেলিনা বেগম,মাইশা,সুইটি বেগম,ইলমা সহ প্রমুখ।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।