বাবুগঞ্জ প্রতিনিধি : সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ, লুটতরাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সম্প্রতি গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বরিশাল-ঢাকা মহাসড়কে রহমতপুর ব্রীজ স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা শাখা।
এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বী,যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন।
এবি পার্টি সদস্য সাইফুল ইসলাম সজিব,কাইয়ুম হোসেন,কামরুল ইসলাম,সোহাগ মাহমুদ,নাজমুল খান,শোভন, রাজিব, হাসিবুল হাসান রাফি,শাহিন হাং,রিপন গাজী,হায়দার ভূঁইয়া, নাম ভূঁইয়া, বাহারুল গাজী, নূরনাহার,সেলিনা বেগম,মাইশা,সুইটি বেগম,ইলমা সহ প্রমুখ।