৭ দফা দাবিতে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা কর্মীর নিয়ে দলের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত ঘটাতে চায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা অভিমুখে নদীপথে লঞ্চ যোগে অংশগ্রহণকারীরা যাত্রা করবেন।
সমাবেশে যোগ দেওয়ার পূর্ব প্রস্তুতিমূলক অংশ হিসেবে বৃহস্পতিবার ১৭ জুলাই উপজেলা জামায়াত ইসলামী সহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নে দাওয়াতি কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান,
“লঞ্চে চলো, খরচ বাঁচাও” শ্লোগানে আয়োজিত এ যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই রাত ১০টায় বাবুগঞ্জের মিরগঞ্জ ঘাট থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ছয়টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা কর্মী এই সমাবেশে অংশগ্রহণ করবেন বলেও তিনি জানান।
সমাবেশ সফল করতে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ ও স্থানীয় নেতাদের মাধ্যমে প্রচারণা চলছে । তারা জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য ৭টিবদফা দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।