বাবুগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের উদ্যোগে “জুলাই বিপ্লব স্মরণসভা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সমন্বয়ক আলী আকবর বেপারীর সভাপতিত্বে এবং বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফয়সাল ফরহাদ তালুকদার, সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর গণঅধিকার পরিষদ,মোহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা পরিষদ, মোহাম্মদ জাকির হোসেন, শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা মোঃ রাজু মৃধা, সাধারণ সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদ, লিমন হোসেন, সাধারণ সম্পাদক, মহানগর যুব অধিকার পরিষদ, জুয়েল আকন ও মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক, বাবুগঞ্জ উপজেলা অধিকার পরিষদ
কাজী আকাশ, সভাপতি এবং জাহিদুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ, আলামিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদ।
বক্তারা জুলাই বিপ্লবের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হোসেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রর অধিকার পরিষদের সভাপতি আরেফিন ইসলাম নাদিম, সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম মাহিন প্রমূখ।