বাবুগঞ্জ প্রতিনিধি//সংগঠনের গতিশীলতা ফেরাতে তৃণমূলকে আরো শক্তিশালী করতে অভিজ্ঞ তরুণ ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাসা ইউনিয়ন শ্রমিক দলের ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ১৯শে জুলাই বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা দেন।
নতুন কমিটির আহ্বায়ক হলেন মোঃ জুয়েল হাওলাদার,সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক মোঃ সুজন মিরা, মোঃ হুমায়ুন গাজী, মেহেদী হাসান, মোঃ শিপন ঢালী, মোহাম্মদ কবির হাওলাদার, মোহাম্মদ রিপন মিরা,মোঃ সুজন জমাদ্দার সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
উল্লেখ্য মাধবপাশা ইউনিয়নের ত্যাগী নেতা কর্মীদের সমন্বয় করে তিন মাসের মধ্যে সকল পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের অনুরোধক্রমে নির্দেশনা দিয়েছেন ,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু।