বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি :
জুলাই আন্দোলনে বাবুগঞ্জের শহীদ ফয়সাল হোসেন শান্ত,আব্দুল্লাহ আল আবির ও রাকিব হোসেন এর পরিবারের খোঁজ খবর নেয় ও কবর জিয়ারত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
শুক্রবার ১৮ জুলাই সকাল থেকে তারা শহীদ পরিবারের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ খবর নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর, সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক, এ্যাসিন্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।