প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে আজ রাতে বাবুগঞ্জ ত্যাগ করবেন দুই হাজার নেতাকর্মী

আগামীকাল ১৯ জুলাই শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
দলের আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে দেশের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণে এক বিশাল জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে। এ সমাবেশে যোগ দিতে সারা দেশের ন্যায় বাবুগঞ্জ উপজেলা থেকে প্রায় দুই সহস্ত্রাধিক নেতাকর্মি আজ রাত দশটায় উপজেলা জামায়েত ইসলামের আমীর মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে লঞ্চ যোগে বাবুগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
সমাবেশস্থলে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। থ্রিডি ডিজাইনের আধুনিক মঞ্চ নির্মাণ, উন্নত সাউন্ড সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, এবং দেশব্যাপী দমন-পীড়নের প্রতিবাদসহ ৭ দফা দাবি তুলে ধরা হবে এই সমাবেশে।
বাবুগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর আমীর মোঃ রফিকুল ইসলাম জানান, সমাবেশকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
এদিকে, সমাবেশে অংশ নিতে বাবুগঞ্জ উপজেলা জামায়েত ইসলামের পক্ষ থেকে লঞ্চ যোগে আজ ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করবেন সহস্রাধিক নেতা ও কর্মী সমর্থক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, এই সমাবেশ একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, খবর বাবুগঞ্জ