ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নতুন দেশ গঠন না হওয়া পর্যন্ত মাঠে থাকব: নাহিদ

খবর বাবুগঞ্জ
জুলাই ১৭, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গত বছরের জুলাই থেকে রাজপথে নেমেছি। নতুন দেশ গঠন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরে রেলগেট এলাকায় আয়োজিত এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আইনি, রাজনৈতিক, জনতার রায় নিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী আদর্শের মাধ্যমে সারাদেশে হত্যা, খুন, নির্যাতন করেছে। এ কারণে মুজিববাদী আদর্শ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

বাংলাদেশকে রক্ষার জন্য কাজ করার কথা জানিয়ে নাহিদ বলেন, ‘আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ হবে। এ সমাবেশ সফল করবেন। এ পদযাত্রার উদ্দেশ্য জেলায় জেলার সমস্যা চিহ্নিত করা।’

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গতকাল একটা দল অপেক্ষা করছিল, কখন আমরা মারা যাই। ঢাকায় বসে বসে আমাদের ওপর যারা হামলা করেছিল, তা আপনারা দেখেছেন। তারা আওয়ামী লীগের ভাড়ায় খাটছে। বসুন্ধরা মিডিয়াও ভাড়ায় খাটে। তারা মনে করেছিল আমাদের হত্যা করলেই তারা মুক্ত। আবু সাঈদকে হত্যার পর হাজার হাজার আবু সাঈদ হয়েছিল।’

দেশ থেকে আওয়ামী লীগকে নির্মূল করা হবে জানিয়ে হাসনাত বলেন, ‘আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে, যেদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মূল হবে। রাজনীতি ঠিক করতে হবে, যতদিন পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগ থাকবে, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যাব। আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ বির্নিমাণে তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। আমরা যদি মারা যাই, আপনারা এ দায়িত্ব পালন করবেন।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘রাজবাড়ীর মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন। এখানে আমার শ্বশুরবাড়ি, তাই অনেক সময় কাটানো হয়েছে। এখানে একজন একজনের খেয়াল রাখেন। আমরা সবাই সবার পাশে থাকব।’

রাজবাড়ীর মানুষদের নিয়ে তাসনিম জারা বলেন, ‘এখানে ভালো হাসপাতাল নেই, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীরা ভোগান্তির শিকার হয়। হাসপাতালে ৫টি ওষুধ লিখলে সবই বাইরে থেকে কিনতে হয়। কিছু হলেই ফরিদপুর যেতে হয়। আমরা এরকম বাংলাদেশ চাই না। জরুরি চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। জীবিকার অভাবে, চিকিৎসার অভাবে মানুষ যাতে না মারা যায়। চিকিৎসার জন্য প্রতিটি মানুষের একটি করে কার্ড থাকবে। এতে ডাক্তাররা ভালো চিকিৎসা দিতে পারবে, আপনারা ভালো চিকিৎসা পাবেন। কর্মসংস্থানের ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। বাংলাদেশকে পরিবর্তন করতে আন্দোলন করেছি। গুম-খুন করতে পারে এ দেশ চাই না। আপনারা আমাদের সঙ্গে লড়াইয়ে থাকবেন।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ বলেন, ‘রাজবাড়ীর বিগত ১৫ বছর স্বৈরাচারের দখলে ছিল। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে কাজ শুরু করেছে। রাজবাড়ীতে ভালো হাসপাতাল নেই, অসুস্থ হলে চিকিৎসার জন্য যেতে কয়েক ঘণ্টা সময় লাগে। একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রাজবাড়ীবাসীর জন্য কেউ ভাবেনি। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আগে আমরা যে ভুল করেছি, এখন আর ভুল করব না। পাঁচটি উপজেলায় চাঁদাবাজি চলছে। এ সকল চাঁদাবাজদের আগামী নির্বাচনে ভোট দিবেন না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. তাজনূভা জাবীন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ, আরিফুল ইসলামসহ দলটির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা-উপজেলা কমিটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ক্বারী আবু ইউসূফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যসচিব আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সেক্রেটারি নাজমুল হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, এনসিপি নেতা নাজমুল হক, আল আজম, ইঞ্জিনিয়ার গাজী জাহিদ হাসান, মো. সাইদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজন, মো. রাশেদুল ইসলাম রাসেল, পলাশ খান আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, আজিজুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল আলিম, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, শাহীন আলম, রাজবাড়ী জেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফরিদ আহম্মেদ, আবু তাহের, আতিকুল ইসলাম শিমুল প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: