রাজধানীর মতিঝিলে বহুতল সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ২১তলা ভবনটির সবচেয়ে উপরের তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার বলেন, ‘ভবনের ২১ তলায় আগুন লাখার খবর তারা পান রাত ১০ টা ৪০ মিনিটে। ১১ মিনিটের মধ্যে তাদের কর্মীরা গিয়ে ১০টা ৫১ মিনিটে কাজ শুরু করে।’
ভবনটিতে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।